বগুড়ার আ.লীগ নেতা ববি ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০: ৫৭

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি'কে ঢাকার গুলশান এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি'কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গাঢাকা দিয়ে ঢাকায় পলাতক ছিল।

তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত