নাটোরের লালপুর উপজেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৪ জুলাই) গভীর রাতে উপজেলার টিটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে কৃষক আব্দুল হাইয়ের তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি ভস্মীভূত হয়।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে গোবরের লাকড়ি জ্বালিয়ে আব্দুল হাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই লাকড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি গরু ও চারটি ছাগলসহ গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
একমাত্র সম্বল গবাদিপশুগুলো হারিয়ে কৃষক পরিবারটি এখন সম্পূর্ণরূপে নিঃস্ব। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় আব্দুল হাই ও তার পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

