২৪ ঘণ্টায় আটজনের বিষপান, গেল ২ প্রাণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৭: ১৯

রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন কারণে গত ২৪ ঘণ্টায় বিষপানে নারী-পুরুষসহ আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।

বিজ্ঞাপন

বিষপান করা অন্যরা হলেন- উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল, কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় বিষপানে হাসপাতালে আটজন ভর্তি হন। এর মধ্যে পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুই নারী মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুর থানার এসআই ইব্রাহীম আলী বলেন, এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত