নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে ৮ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৫জন প্রার্থীকে।
রোববার সকালে জেলা রিটার্নিং অফিসার এ ঘোষনা করেন। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের।
মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা: মো. ছালেক চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
মামলার তথ্য গোপন করায় মনোনয়নপত্র স্থগিত রাখার প্রায় ৩ঘন্টা পর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয় ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

