উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।
এতে বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের জন্য একটি কালো দিবস হিসেবে পরিচিত। এই দিনে শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে চারটি রাষ্ট্রায়ত্ত পত্রিকা (দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস ব্যতীত সকল সংবাদপত্র বন্ধ করে দেন। এর ফলে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে খর্ব হয় এবং বহু সাংবাদিক বেকার হয়ে পড়েন।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশে একদলীয় শাসন (বাকশাল) প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থার অধীনে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত হয়। সংবাদপত্রের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ১৬ জুন, ১৯৭৫ তারিখে শেখ মুজিবুর রহমান ‘সংবাদপত্র (নিবন্ধন ও ঘোষণা) (সংশোধন) অধ্যাদেশ, ১৯৭৫’ জারি করেন।
শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা সভাপতি এমদাদুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহাগ আলী। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আমিন তালুকদার, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, কনক দেব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারুক হোসাইন, মিজানুর রহমান, শাহজাহান আলী, শফিউল আলম ডিউ, শেখর চন্দ্র টুটুল, উৎপল কুমার মোহন্ত, রাইসুল ইসলাম, মাসুদ রানা, ওয়াসীম আকন্দ, ওসমান গণি, হারুনুর রশিদ প্রমুখ।
এমএস
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।
এতে বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের জন্য একটি কালো দিবস হিসেবে পরিচিত। এই দিনে শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে চারটি রাষ্ট্রায়ত্ত পত্রিকা (দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস ব্যতীত সকল সংবাদপত্র বন্ধ করে দেন। এর ফলে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে খর্ব হয় এবং বহু সাংবাদিক বেকার হয়ে পড়েন।
১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশে একদলীয় শাসন (বাকশাল) প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থার অধীনে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত হয়। সংবাদপত্রের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ১৬ জুন, ১৯৭৫ তারিখে শেখ মুজিবুর রহমান ‘সংবাদপত্র (নিবন্ধন ও ঘোষণা) (সংশোধন) অধ্যাদেশ, ১৯৭৫’ জারি করেন।
শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা সভাপতি এমদাদুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহাগ আলী। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আমিন তালুকদার, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, কনক দেব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারুক হোসাইন, মিজানুর রহমান, শাহজাহান আলী, শফিউল আলম ডিউ, শেখর চন্দ্র টুটুল, উৎপল কুমার মোহন্ত, রাইসুল ইসলাম, মাসুদ রানা, ওয়াসীম আকন্দ, ওসমান গণি, হারুনুর রশিদ প্রমুখ।
এমএস
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১৩ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৩২ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
১ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
২ ঘণ্টা আগে