সারিয়াকান্দিতে প্রবাসীর মায়ের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪১
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪২

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামে ওই নারীর বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, বাড়িতে একা থাকা ওই নারীকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের শাহিনুর বেগমকে তার স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে আল আমিন সৌদি আরবে থাকেন। মেয়ে ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন।

সোমবার সারা দিন তাকে দেখতে না পেয়ে রাত ৮টার দিকে বোন শিউলী বেগম বাড়িতে আসেন। তিনি দেখেন ঘরের বাইরের দরজায় ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মেঝেতে কাপড় দিয়ে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে দেয়া লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

বোন শিউলী বেগমের ধারণা, আশপাশের মাদকাসক্তরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও তাদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

ওসি জামিরুল ইসলাম জানান, ওই নারীকে কখন হাত-পা বেঁধে ও মুখে গামছা গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত