আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল

রাজশাহী অফিস

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজ রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নিতে নগরীতে পৌঁছেছেন। তাকে ঘিরে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। তারেক রহমানকে একনজর দেখার ও তার বক্তব্য শোনার আগ্রহে মাঠে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী এসে পৌঁছান তারেক রহমান। রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেন তিনি।

সমাবেশে তারেক রহমান ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি জনগণের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

রাজশাহীর কর্মসূচি শেষে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পথে নওগাঁ জেলার এটিএম মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। পরে রাতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে উত্তরাঞ্চলের প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন তিনি।

দলীয় নেতাদের আশা, তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনবে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা আরো বাড়াবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...