
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে, ‘সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।’ জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে।আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।
জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ- ১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমিরগণসহ জেলার পুরুষ মহিলাসহ সাড়ে সতেরশ রুকন (সদস্য) উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ- ২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে, ‘সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।’ জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে।আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না।
জেলা জামায়াতের আমির ও সিরাজগঞ্জ- ১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমিরগণসহ জেলার পুরুষ মহিলাসহ সাড়ে সতেরশ রুকন (সদস্য) উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ- ২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতেও স্কুলের সামগ্রিক সহায়তার জন্য বিত্তবানরা এগিয়ে আসবেন। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই।
৪ মিনিট আগে
আমাদের সমাজে গরিবদের ঘুস-সুদ দিতে হয়। কারণ ধনীরা সুদের বিনিময়ে গরিবদের টাকা দিয়ে থাকে। ভ্যান, ইজিবাইক কেনার জন্য গরিবদের এই টাকা নিতে হয়। এ সময় তিনি জাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ তায়ালা প্রদত্ত এ অর্থনৈতিক ব্যবস্থাপনায় ধনীদের সম্পত্তিতে গরিবদের হক রাখা হয়েছে। এতে গরিবরা স্বাবলম্বী হবেন।
৬ মিনিট আগে
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক হামিদুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট-কর্নাই মাঝাপাড়া পাকা সড়কের দক্ষিণে পুকুর পাড়ে খুন হন বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসহাক আলী। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। সেই সময় মামলা তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। মামলার প্রধান
১৪ মিনিট আগে
ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ হকাররা। শনিবার বিকেলে ভোলা পৌরসভার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে