পিসিবির নতুন দায়িত্ব টেস্ট অধিনায়ক মাসুদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১: ৩০

পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’–এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। যেটা পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদেও রূপান্তর হতে পারে।

শান মাসুদ টেস্ট অধিনায়কত্ব আর নতুন দায়িত্ব একসঙ্গে পালন করবেন, নাকি আন্তর্জাতিক ক্রিকেট বা টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেবেন সে বিষয়ে পিসিবি কিছু বলেনি।

বিজ্ঞাপন

পাকিস্তান সফরে আসা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে এক নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ। পাকিস্তানের ক্রিকেটাররাও ছিলেন ওই আমেন্ত্রণে। সেখানে নাকভি এই ঘোষণা দেন।

আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন্স পর্যবেক্ষণ করতে হবে, পাকিস্তান টিমের ম্যানেজমেন্টে ভূমিকা রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটের সুযোগ-সুবিধা নিয়ে অন্যান্য বোর্ডের সঙ্গে  যোগাযোগ রাখতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত