আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার ৯১ নম্বর কুশাকান্দা সরকারি বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সুখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীম। লাঠিখেলার উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও শিল্পপতি মো. আল-আমিন।

বিজ্ঞাপন

লাঠিখেলা উপভোগ করতে শত শত মানুষের ভিড় জমেছিল। দর্শকদের উপচেপড়া ভিড়ে পুরো মাঠ জমজমাট হয়ে পড়ে। বাদ্যযন্ত্রের তালে তালে লাঠি হাতে লাঠিয়ালরা তাদের কসরত প্রদর্শন করেন। তাদের নৈপুণ্য দেখে মাঠের চারপাশে থাকা দর্শকরা হাততালি দিয়ে তাদের অভিবাদন জানান। খেলা উপভোগ করতে আসা কদ্দুছ মিয়া বলেন, দীর্ঘদিন পর লাঠিখেলা দেখছি। বেশ ভালো লাগছে। অনেক দিন পর হারানো এসব খেলা দেখে আনন্দ পেলাম।

লাঠিখেলার আয়োজকদের পক্ষে উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান ডালিম বলেন, গ্রামের মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন