বাবা-মাকে মনে হলে ভাই-বোন খুব কান্না করি

ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১৯: ৪৭
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৯: ৫৮

যে বয়সে খেলাধুলা করে সময় কাটানোর কথা তার। অথচ সেই বয়সে সংসারের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ৯ বছরের ছোট্ট শিশু মরিয়ম।

বাবা-মায়ের মৃত্যুর পর ৬ বছর বয়সী ছোট ভাই ইসমাইলকে নিয়ে এখন মানবেতর জীবন-যাপন করছে সে। থাকার মধ্যে বসতভিটের ওপর একটি জরাজীর্ণ ঘর ছাড়া কিছুই নেই তাদের।

বিজ্ঞাপন

তার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে। মরিয়ম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আর ইসমাইল সবেমাত্র বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্ট্রোক করে তাদের হতদরিদ্র বাবা ওয়াজেদ আলী মারা যান। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন মা আজিমা খাতুন। কিন্তু গত ২৬ দিন আগে মায়েরও মৃত্যু হয়। আর এতেই এতিম হয়ে যায় শিশু মরিয়ম ও ইসমাইল। এখন বাবা-মা ছাড়া জরাজীর্ণ একটি ঘরে কষ্টে জীবনযাপন করছে তারা। তাদের আপনজন বলতে রয়েছে দুই চাচা। কিন্তু তাদেরই সংসার ঠিকমতো চলে না। বর্তমানে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতায় চলছে ছোট্ট দুই ভাই-বোনের সংসার।

মরিয়ম জানায়, “আমি ছাড়া দুনিয়ায় আমার ভাইয়ের আর কেউ নেই। বাবা-মায়ের মৃত্যুর পর আমিই ওর দেখাশোনা করি। ওর পড়াশোনা, ওকে গোসল করানো, ওর খাওয়া-দাওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া সবকিছুই আমি করি। মাঝে মধ্যে বাবা-মায়ের কথা মনে হলে দুই ভাই-বোন খুব কান্না করি।”

চাচা আবুল হোসেন জানান, “আমার ভাই ও ভাইয়ের স্ত্রী দুজনেই মারা গেছেন। আমি যতটুকু পারছি ওদের দেখাশোনা করার চেষ্টা করছি। আপনারা সবাই যদি বাচ্চা দুটোর পাশে এসে দাঁড়ান তবে ওদের মানুষ করা সম্ভব হবে।”

মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির জানান, “বাবা- মাকে হারিয়ে শিশু দুটো অসহায় হয়ে পড়েছে। ছোট্ট মরিয়মকে এই বয়সে সংসার ও ভাইয়ের পড়াশোনা দুটোরই হাল ধরতে হয়েছে।”

স্থানীয় সংবাদকর্মী মেহেদী হাসান জানান, “বাবা-মায়ের মৃত্যুর পর ছোট্ট শিশু দুটি কষ্টে জীবনযাপন করছে। গ্রামের লোকজন তাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছে। তবে অসহায় এই শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে কেউ তাদের দায়িত্ব নিলে খুব ভালো হতো।"

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত