চাটমোহরে যুবদল আহ্বায়কের নেতৃত্বে কৃষি ব্যাংকে হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০১: ১৯

পাবনার চাটমোহরে যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফৈলজানা শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় গুরুতর আহত ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ফৈলজানা ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য এবং ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ফৈলজানা শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজারকে মারপিট করে লোকমান মেম্বার। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টারসহ কিছু আসবাবপত্র। ঘটনার পর থেকে ব্যাংকে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

যুবদল চাটমোহর উপজেলা শাখার সদস্য সচিব ফারুক হোসেন জানান, ব্যাংকের ম্যানেজারকে মারপিটের ঘটনার সাথে লোকমান হোসেনের সম্পৃক্ততা থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবদল খারাপ কাজকে কখনো প্রশ্রয় দেয় না, দেবেও না। আমরা দ্রুত এ ব্যাপারে দলীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে ইউপি সদস্য ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত