কোনো দল এককভাবে সরকার গঠন করলে সংসদ টিকবে না: সারজিস

রাজশাহী অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৯: ২৪

আগামীর সংসদে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সংসদ বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

এনসিপি রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের আগে রাজশাহীর পর্যটন মোটেলে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, আগামীর সংসদে যদি কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে, তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন টিকবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে জামায়াত বা বিএনপি কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি-চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষের যে জনআকাঙ্ক্ষা, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না।

বিগত সময়ে বিএনপি ও জামায়াতের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে সারজিস বলেন, বিএনপি কখনও এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। আবার জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপি ও তরুণ প্রজন্মের বৃহৎ প্রতিনিধিত্ব জরুরি।

আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হতে চায় এনসিপি জানিয়ে সারজিস বলেন, আগামীর বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক।

তিনি আরও বলেন, অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেভাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, সংসদে আমাদের শক্তিশালী উপস্থিতি দরকার। তাই আমরা এখন সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করতে কাজ করছি। সেই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য আমরা অপেক্ষা করছি। গণভোটের মাধ্যমে ড. ইউনূস এই আদেশে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি এটি স্বাক্ষর করতে পারবেন না। বিদ্যমান সংবিধানের আলোকে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ সাংঘর্ষিক হবে। কোনো ধরনের নোট বা ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না।

নাহিদ আরও বলেন, সংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো বা ইতিহাসে দায়ভার থাকা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে না। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তা অবশ্যই নীতিমালাভিত্তিক হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো শক্তির সঙ্গে জোট হওয়া যায় না, আমাদের এ বিষয়ে আরো ভাবতে হবে।

তিনি নির্বাচন প্রতীক (শাপলা) সংক্রান্ত সিদ্ধান্তকে ইসির প্রতি নিন্দা জ্ঞাপন করে বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না, এটি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। যদি রাজনৈতিকভাবে আদায় করতেই হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।

এসময় তিনি বলেন, নির্বাচন ও জোট সম্পর্কিত অন্যান্য সিদ্ধান্ত নীতিমালাভিত্তিক হবে, এবং এনসিপি নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনআশায় দাঁড়ানোর চেষ্টা চালাবে।

নাহিদ নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা ব্যক্ত করে বলেন, ফ্যাসিবাদী শক্তি ও বৈদেশিক শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করতে পারে, আওয়ামী লীগ ও কিছু বাহ্যিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চালাতে পারে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে আগের মতো হবে না, ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত