আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন হাদি: অধ্যাপক মুজিবুর

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন হাদি: অধ্যাপক মুজিবুর

বিপ্লবী শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, হাদি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন। হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

বিজ্ঞাপন

শনিবার ডিসেম্বর সকালে রাজশাহীর গোদাগাড়ী হেলিপ্যাড মাঠে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতারা তার সাহসীকতার প্রশংসা করে এবং তার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে। তিনি আরো বলেন, ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছিলেন আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যে সংগ্রাম করে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন