আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘হ্যাঁ’ ভোট দিয়ে আমরা স্বপ্ন বাস্তবায়ন করব: স্বাস্থ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর

‘হ্যাঁ’ ভোট দিয়ে আমরা স্বপ্ন বাস্তবায়ন করব: স্বাস্থ্য উপদেষ্টা
নাটোর জেলা কালেক্টরেট চত্বরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি: আমার দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা গণভোটে রায় দিয়ে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করব। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব।

রোববার বিকেলে নাটোর জেলা কালেক্টরেট চত্বরে ‘হ্যাঁ-এর ভোটের গাড়ি’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ৭১ একবার স্বাধীন হয়েছিল। সেই সময় পশ্চিমা গোষ্ঠির বৈষম্য ছিলো। এখনো সেই বৈষম্য অবসান হয়নি। বৈষম্য দিনে দিনে বেড়েছে। আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ গড়তে।’

তিনি বলেন, চব্বিশে যে গণআন্দোলন হলো, সে আন্দোলনের ফসলই হলো আজকের এই পরিবর্তন। সে সময় আমাদের প্রায় ১৪ হাজার ছেলে-মেয়ে আহত হয়েছে। ৩২ জন হাত অথবা পা হারিয়েছে, ২২ জন অন্ধ হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কী পেলাম। মুক্তিযুদ্ধ যখন হলো তখন আমাদের আশা ছিল—আমরা একটি সুন্দর বৈষম্যহীন সমাজ পাব। কিন্তু আমরা কী পেলাম। অনেক আশা নিয়ে বাংলাদেশ তখন তৈরি হয়েছিল। সে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি।

নূরজাহান বেগম বলেন, চব্বিশের আন্দোলন হলো। একটি ফ্যাসিস্ট গোষ্ঠী আবার আমাদের ছেলে-মেয়েদের হত্যা করল, আহত করল। আমারা কি বারবার আহত হব, আর রক্ত দিয়ে যাব। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি—এ ধরনের দেশ আমরা চাই না। আমরা সেই দেশ চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। আমরা গণভোটে রায় দিয়ে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করব। হ্যাঁ-তে ভোট দিয়ে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব।

তিনি আরো বলেন, যারা সরকারের পক্ষের লোক, তারা নিরপেক্ষভাবে কাজ করব। তারা কোনো পক্ষের দিকে যাব না। এখানে সরকারের কোনো করণীয় নাই। শতভাগ নিরপেক্ষ থেকে আমরা কাজ করতে চাই। উৎসবমুখর পরিবেশে আমরা ভোটটি করতে চাই। কেউ যদি দুর্বৃত্তয়ায়ন করতে চায়, তাহলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। ওই দিন আর নাই। এখন নতুন দিন দেখতে হবে।

‘হ্যাঁ এর ভোটের গাড়ি’ পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন গণভোট-২৬ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য ও উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন