আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেরপুরে কোচের ধাক্কায় গৃহবধূ নিহত

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

শেরপুরে কোচের ধাক্কায় গৃহবধূ নিহত

বগুড়ার শেরপুরে কোচের ধাক্কায় শাহনাজ পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হামছায়াপুর কাঠালতলা ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেয়ে হুজায়ফা আহত হয়।

বিজ্ঞাপন

নিহত শাহনাজ পারভিন উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়া গ্রামের হেলাল মোল্লার স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শাহনাজ তার মেয়ে হুজায়ফাকে ক্লিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কোচ ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্বামী হেলাল মোল্লা জানান, দুপুর ১টার দিকে শাহনাজ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর তার ফোন বন্ধ পেয়ে আমি ক্লিনিক এলাকায় খোঁজ নিতে যাই। তখন জানতে পারি আমার স্ত্রী আর বেঁচে নেই।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোচটি জব্দ করার চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন