তাড়াশে দুম্বার মাংস ছিনতাই

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮: ১৪

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সৌদি আরব থেকে পাঠানো দু:স্থদের জন্য বরাদ্দ দুম্বার মাংস ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সৌদি সরকারের অনুদানে তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৬৪ প্যাকেট দুম্বার মাংস বরাদ্দ করা হয়। বিকেলে মাংস বিতরণের সময় শতাধিক মানুষ সেখানে ভিড় করে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান প্রশিক্ষণে থাকায় দায়িত্বরত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিককে সঙ্গে নিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

বিতরণের একপর্যায়ে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সুলতান তার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ এক প্যাকেট মাংস গ্রহণ করেন। তবে কিছুদূর যাওয়ার পরই ভিড়ের মধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মাংসের প্যাকেটটি ছিনতাই করে নিয়ে যায়।

মো. সুলতান বলেন, ‘দু:স্থদের জন্য বরাদ্দ এ মাংস এভাবে ছিনতাই হয়ে যাবে, তা কখনো ভাবিনি। আশা করি প্রশাসন বিষয়টি দেখবে।’

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, ‘ঘটনার বিষয়ে আমি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত