বাংলাদেশের স্বস্তির নাম তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের হালসা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে শোকসভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানকে দেশের মানুষ তার পিতা মাতার মতোই আপন করে গ্রহণ করেছে। দেশে ফেরার পর মাত্র ১০ দিনের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। তিনি দেশের মানুষকে ভালোবেসে আপন করে নিয়েছেন। দলমতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি পেশার মানুষ তার কাছে ছুটে যাচ্ছে।
তিনি বলেন, তারেক রহমানকে কাছে পেয়ে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারানোর শোক সামাল দেওয়ার চেষ্টা করছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশ বারবার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা পেয়েছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের একজন অভিভাবকতুল্য নেত্রী। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

