আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সবাজার)

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

সাগরে ফি‌শিং‌বোট ডুবে নিখোঁজ কুতুবদিয়ার দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নি‌খোঁজ রয়েছেন এক জে‌লে। শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত বৃহস্প‌তিবার বড়ঘোপ অমজাখালীর কামাল সওদাগ‌রের ফি‌শিং‌বোট আটজন মা‌ঝিমাল্লাসহ দুর্ঘটনায় ডুবে যায়। এ সময় পাঁচজন জেলে ঊদ্ধার হলেও তিনজন নি‌খোঁজ থাকেন।

বিজ্ঞাপন

নিখোঁজের পর শুক্রবার ভোররাতে অমজাখালীর জ‌কির আলমের ছেলে মা‌ঝি এহসান ও আলী আকবর ডেইলের বা‌সিন্দা লেডুর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালীর মাহমুদুলের ছেলে ফয়সাল।

বোটের মালিক কামাল সওদাগর জানান, তার ফিশিং বোটটি মাছ ধরতে গি‌য়ে বৃহস্প‌তিবার রা‌তে জাল ফেলার সময় নোঙরের সাথে আটকে ডুবে যায়। বোটে থাকা আট জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন তিনজন। তল্লাশি করে তিনজনের মধ্যে দুজনের লাশ ওই এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে খোঁজার জন্য তল্লাশি চলছে।

কুতুবদিয়া থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, ‘বোট নিখোঁজ ও দুজনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন