আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. মামুন শাহকে (৩৫) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় পুলিশ বাড়ি থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানাসহ অন্যান্য থানায় মামলা রয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ তাকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, এই যুবলীগ নেতা ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছিলেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন