রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ রোহিদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা পঞ্চায়েত পাড়ায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোহিদাকে গ্রেপ্তার করে। অভিযানকালে তার কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার স্বামী জাকারিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে, রোহিদা ও তার স্বামী জাকারিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। অভিযানের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক জাকারিয়াকে ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

