ফেসবুকে প্রবাসীর সাথে প্রেম: অর্ধকোটি টাকা হাতিয়ে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ৩৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে শাফিউল ইসলাম নামের এক প্রবাসীর সর্বস্ব লুটে নিয়েছে এক নারী প্রতারক চক্র।

প্রেমের অভিনয় করে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে খাবারে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করেছে ওই নারী। গভীর রাতে মৃত ভেবে রাস্তায় ফেলে দিলে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাঘাটা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রতারক প্রেমিকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার কাইম্যার ঘোনা গ্রামের মৃত গোলাম কবিরের ছেলে শাফিউল হক দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবে কর্মরত। ২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম বিগো লাইভ (BIGO Live) অ্যাপের মাধ্যমে সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের সুরাইয়া আক্তার মৌ-এর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ভিডিও কলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের ওই যুবক প্রবাস থেকে ফিরে প্রেমিকাকে পাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে আসে। এসে দেখতে পায় তার প্রেমিকা মৌ অন্য স্বামীকে নিয়ে সংসার করছে। এই ঘটনা দেখে ওই প্রবাসী যুবক কান্নায় ভেঙে পড়লে তাকে কৌশলে রাতযাপন করতে বলে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রেমিকা মৌ এর পরামর্শে শাফিউল তার নামে ছয় শতাংশ জমি ক্রয় করে সেখানে একটি ঘর ও গরুর ফার্ম নির্মাণ করে দেন। বিদেশে অবস্থান কালেই তিনি প্রায় ৫০ লাখ টাকা পাঠান বলে দাবি করেন। এ নিয়ে সাঘাটা থানায় একটি মামলাও রয়েছে।

সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী শাফিউল জানান, কিছুদিন আগে জানতে পাড়ি সুরাইয়া আক্তার মৌ একজনকে বিয়ে করেছে। তার স্বামীর নাম দিপু রানা। প্রথমে বিশ্বাস করিনি। এখন তার বাড়িতে এসে দেখি ঘটনা সত্য।

এ বিষয়টি সুরাহার জন্য আমি তাদের বাড়িতে আসি। সে কৌশলে আমাকে বাড়িতে ডেকে নেয়। সেখানে উপস্থিত ছিলেন মৌ, তার স্বামী দিপু রানা ও ছোট ভাই নয়ন। কথা বলার একপর্যায়ে মৌ আমাকে শরবত দেয়। শরবত খাওয়ার কিছুক্ষণ পর আমি অচেতন হয়ে পড়ি। আজ চোখ খুলে দেখি হাসপাতালে।

অভিযুক্ত সুরাইয়া আক্তার মৌয়ের মা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এসব কিছুই জানি না। টাকার ব্যাপারে বলতে পারি না।

এ বিষয়ে প্রবাসীর শাফিউলের মামা আবু তালেব বলেন, পরিকল্পিতভাবে আমার ভাগ্নেকে ডেকে নিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, প্রবাসী শাফিউল হকের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ, তার স্বামী দিপু রানা ও ভাই নয়ন। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত