আজ ৮ ডিসেম্বর, গাইবান্ধার পলাশবাড়ী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত হয় এ উপজেলা। তখন থেকে এই দিনটি স্থানীয়ভাবে মুক্তি ও আনন্দ-উল্লাসের দিন হিসেবে পালিত হয়ে আসছে।
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ীতে ১৯৭১ সালের ৭ মার্চ পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পাকিস্তানি হানাদার বাহিনী প্রতিরোধ কমিটি গঠিত হয়। এই কমিটি ১৪ মার্চ স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে একটি শিবির খোলে। ২৬ মার্চ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা হওয়ার পরদিন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পলাশবাড়ী আক্রমণ করে। শুরু হয় সম্মুখ যুদ্ধ, পলাশবাড়ীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষের সাথে।
পলাশবাড়ী সদরের সড়ক ও জনপথের (সিঅ্যান্ডবি) ডাক বাংলোয় হানাদারদের তৈরি ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে মুক্তিকামী মানুষেদেরকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে গণকবর দেয়া হয়। এদিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ীর পশ্চিম রামচন্দ্রপুরে নারী-পুরুষকে ধরে নিয়ে সারিবদ্ধভাবে প্রকাশ্যে হত্যাযজ্ঞ চালায় পাকসেনারা। অসংখ্য বাড়িঘর পুড়িয়েও দেয়া হয়।
এভাবেই চলতে থাকে পাকবাহিনীর নানা শিহরিত ও লোমহর্ষক হত্যাযজ্ঞ। সেই সাথে চলতে থাকে পলাশবাড়ীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী সাধারণ মানুষের রক্তক্ষয়ী লড়াই। এরই এক পর্যায়ে ৮ ডিসেম্বর আজকের এই দিনে হানাদারমুক্ত হয় পলাশবাড়ী।

