দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে পণ্ড বিএনপির কাউন্সিল

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৮: ৪৫
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৯: ১৩

গাইবান্ধার সাঘাটায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে পণ্ড হয়ে গেছে ইউনিয়ন বিএনপির কাউন্সিল। ফলে আজ সোমবার পূর্ব নির্ধারিত কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা আর হয়নি।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, উপজেলার সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল সোমবার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই কাউন্সিলে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইটের ডানহাত খ্যাত রেজাউল করিম রেজাউল রনিকে সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে। প্রকাশ্য আওয়ামী লীগের কোনো কর্মী বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করতে পারবে না এমন নির্দেশনা থাকা সত্ত্বেও দলীয়ভাবে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ওই প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা করে।

অপরদিকে, বিএনপি নেতা রবিউল আউয়াল সুজন এ কাউন্সিলের সভাপতি পদে মনোনয়ন কিনলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা তার মনোনয়ন ফরম ছিনিয়ে নেয়। এসব ঘটনা নির্বাচন পরিচালনা কমিটি বাতিল কাউন্সিল স্থগিতের দাবিতে সাঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ সকল নেতা কর্মীরা রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তার দুই ঘণ্টা পরই অপরপক্ষ পাল্টা মিছিল সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন। এমন পাল্টাপাল্টি অবস্থানে সাঘাটা বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে সোমবারের পূর্ব নির্ধারিত কাউন্সিল পণ্ড হয়ে যায়।

সাঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান আতিক জানান, ত্যাগী নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে কাউন্সিল থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের লোককে ধরে নিয়ে প্রকাশ্যে বিএনপির প্রার্থী করা হয়েছে। কাউন্সিল পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাহাদুল আলম বলেন, আমারা এসব ব্যাপারে অভিযোগ পেয়েছি।

সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বলেন, এসব আমার কিছুই জানা নেই। আমি আসলে হতাশ।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, অভিযোগের বিষয়ে শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। তবে আওয়ামী লীগের কোনো কর্মী বিএনপির প্রার্থী হওয়ার সুযোগ নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত