রংপুরে গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে চার মাদক মামলার আসামি ট্রাকচালক মামুন মিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টা থেকে নগরীর মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে তারা। নিহত মুকুল মিয়ার মেয়ে মুন অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে মহানগর কোতোয়ালি থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পাঁচজন সাদা পোশাকের কনস্টেবল নগরীর চিকলি ভাটার বাড়ি থেকে আমার বাবাকে গ্রেপ্তার করে। রাত ১১টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানানো হয়, আমার বাবা মুকুল মিয়া মারা গেছে।’
স্বজনদের অভিযোগ, সুস্থ এবং পরিষ্কার শরীরে তাকে গ্রেপ্তার করা হলেও হাসপাতালে তার শরীরে বালু চাপা দেওয়া অবস্থায় পেয়েছেন তারা। তাদের অভিযোগ, পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে।
এ ঘটনার প্রতিবাদে নগরীর মেডিকেল মোড়ে রাত পৌনে ২টা পর্যন্ত লাশ নিয়ে অবরোধ করে স্বজন ও এলাকাবাসী। তারা অভিযুক্ত এসআই মনিরুল ইসলামসহ অন্যদের বিচার দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত মুকুল মিয়ার নামে চারটি মাদক মামলা রয়েছে। পেশায় তিনি ট্রাকচালক। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

