বেরোবির প্রথম সমাবর্তন ২০ ডিসেম্বর

পররাষ্ট্র উপদেষ্টাকে প্রধান অতিথি করায় সমালোচনার ঝড়

মো. ইমন আলী, বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০: ০৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। প্রতিষ্ঠার ১৭ বছর পর অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টাকে সমাবর্তনে প্রধান অতিথি করার কঠোর সমালোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও রেবোবির বিভিন্ন গ্রুপে সমালোচনায় সরব।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সমাবর্তনের মতো একটি ঐতিহাসিক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাজ কী? তারা চান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা অন্তত শিক্ষা উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে। পররাষ্ট্র উপদেষ্টাকে প্রধান অতিথি ঘোষণা করায় অনেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করে জীবনের প্রথম সমাবর্তন বয়কটের ডাক দিয়েছেন। সমাবর্তনের রেজিস্ট্রেশনের সম্ভাব্য ফি নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে।

ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী শিপন তালুকদার বলেন, ১৭ বছর অপেক্ষার পর প্রথম সমাবর্তন হতে যাচ্ছে। আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে এমন একজনকে প্রধান অতিথি করা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয় বা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী আলিমুজ্জামান আলিফ বলেন, এটা আমাদের প্রতি অবমূল্যায়ন। প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াত কিন্তু এখন বিষয়টি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র মনে হচ্ছে।

সমাবর্তন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম বলেন, আমরা প্রথমে প্রধান উপদেষ্টাকে সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে চেয়েছিলাম। প্রধান উপদেষ্টা একবার এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এজন্য তিনি আসবেন না। পরে রাষ্ট্রপতি আইন উপদেষ্টাকে মনোনীত করেন। তিনি একবার এসেছেন, এজন্য আর আসতে চান না। পরে রাষ্ট্রপতির অধ্যাদেশ পরিবর্তন করে পররাষ্ট্র উপদেষ্টাকে অতিথি করা হয়। এজন্যই সমাবর্তন নভেম্বর থেকে ডিসেম্বরে করার সিদ্ধান্ত হয়েছে। যদি আবার সময় বদলাতে হয়, তাহলে সমাবর্তন কবে হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বেরোবির প্রথম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে প্রথম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স-মাস্টার্স বা উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত