স্টাফ রিপোর্টার, রংপুর
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাটের টোল প্লাজায় এই ঘটনা হয়।
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার ঠিকাদার রানা কন্সট্রাকশনের পার্টনার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জানান, বুধবার রাত সাড়ে আটটায় ২০-২৫টি মোটরসাইকেলযোগে হেলমেট পরা সশস্ত্র ডাকাতরা হামলা চালায়। এ সময় টোল প্লাজা ভাঙচুর করে তারা। টোল প্লাজার ক্যাশ বাক্সে থাকা দুই দিনের অন্তত টাকা লুট করে নিয়ে যায়।
তাদের হামলায় কর্মচারী সুরুজ মিয়া (৪০), মুসলিম মিয়া (৩৭) ও জুয়েল ইসলাম (২৮) আহত হয়। তাদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশের এসআই রওশন আলীর নেতৃত্বে একটি টিম টোল প্লাজার মাত্র ২০ ফুট দূরে ছিল। কিন্তু তারা অজ্ঞাত কারণে হামলা ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি। এ সময় কর্মচারীরা পুলিশের সহযোগিতা চাইলেও তারা সাড়া দেননি। বরং পুলিশের ওই এসআই টোল প্লাজায় লেগে থাকা রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। ঘটনাটি খুবই রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
টোলপ্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার জানান, পুলিশের নীরব ভূমিকার কারণে ডাকাতরা নির্বিঘ্নে ডাকাতি করে চলে যেতে পেরেছে। ঘটনাটি রহস্যজনক।
টোলপ্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের আরেক পার্টনার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমানকে টেলিফোনে পাওয়া যায়নি।
এ ঘটনায় টোলপ্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে লালমনিরহাট সদর থানায় ডাকাতি মামলার এজাহার দায়ের করেছেন নাজমুল আলম নাজু।
এ বিষয়ে এস আই রওশন আলী জানান, ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা দ্রুত লুটপাট করে চলে গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী জানান, তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করছেন। পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদের হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় তারা ১৪ লাখ টাকা লুট করেছেন বলে দাবি করেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাটের টোল প্লাজায় এই ঘটনা হয়।
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার ঠিকাদার রানা কন্সট্রাকশনের পার্টনার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জানান, বুধবার রাত সাড়ে আটটায় ২০-২৫টি মোটরসাইকেলযোগে হেলমেট পরা সশস্ত্র ডাকাতরা হামলা চালায়। এ সময় টোল প্লাজা ভাঙচুর করে তারা। টোল প্লাজার ক্যাশ বাক্সে থাকা দুই দিনের অন্তত টাকা লুট করে নিয়ে যায়।
তাদের হামলায় কর্মচারী সুরুজ মিয়া (৪০), মুসলিম মিয়া (৩৭) ও জুয়েল ইসলাম (২৮) আহত হয়। তাদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশের এসআই রওশন আলীর নেতৃত্বে একটি টিম টোল প্লাজার মাত্র ২০ ফুট দূরে ছিল। কিন্তু তারা অজ্ঞাত কারণে হামলা ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি। এ সময় কর্মচারীরা পুলিশের সহযোগিতা চাইলেও তারা সাড়া দেননি। বরং পুলিশের ওই এসআই টোল প্লাজায় লেগে থাকা রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। ঘটনাটি খুবই রহস্যজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
টোলপ্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার জানান, পুলিশের নীরব ভূমিকার কারণে ডাকাতরা নির্বিঘ্নে ডাকাতি করে চলে যেতে পেরেছে। ঘটনাটি রহস্যজনক।
টোলপ্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের আরেক পার্টনার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমানকে টেলিফোনে পাওয়া যায়নি।
এ ঘটনায় টোলপ্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে লালমনিরহাট সদর থানায় ডাকাতি মামলার এজাহার দায়ের করেছেন নাজমুল আলম নাজু।
এ বিষয়ে এস আই রওশন আলী জানান, ঘটনাস্থলে আসার আগেই হামলাকারীরা দ্রুত লুটপাট করে চলে গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী জানান, তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করছেন। পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২৩ মিনিট আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগে