নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৯: ৪৮
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১৯: ৫১

নীলফামারীর ডোমার উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুরা হলো তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) এবং একই গ্রামের তাহেরুলের ছেলে তৌফিক (৬)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের অগোচরে হুমায়রা, তৌফিক এবং তাদের আরেক সঙ্গী সিয়াম বাড়ির পাশে পাঙ্গা খেড়ুয়া নদীতে ছেঁড়া মশারি নিয়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে নদীর মাঝখানে পৌঁছালে হুমায়রা ও তৌফিক পানিতে ডুবে যায়।

তাদের সঙ্গে থাকা অপর শিশু সিয়াম কোনোমতে পাড়ে উঠে এসে চিৎকার করতে শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধার অভিযান চালায়। পরে দুই শিশুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনাটি খুবই দুঃখজনক। পুরো গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।”

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত