এবার মেডিক্যালে সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৩: ৫২

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এবারো ঈর্ষণীয় সাফল্য পেয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫৩ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত। গত বছরও এখান থেকে ৫২ জন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

বিজ্ঞাপন

১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে গড়ে ওঠা টেকনিক্যাল স্কুলের একটি সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে ১৯৭৭ সালে এটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি

টেকনিক্যাল কলেজ। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ করে। কলেজটিতে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ আছে।

এবার এইচএসসিতে এখান থেকে ২৬২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ জন। এর মধ্যে ৫৩ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, যার মধ্যে মেয়ে ৩৩ এবং ছেলে ২০ জন।

মেডিক্যালে সুযোগ পাওয়া শিক্ষার্থী মুয়াজ আলম বলেন, রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি আমি। এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। প্রতিষ্ঠানের টিচার ও অভিভাবকের অনেক সহযোগিতা ছিল।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে এখানকার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে। এবার ৫৩ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। এটি আমাদের জন্য গর্বের।

উল্লেখ্য, এখান থেকে ২০২৩ সালে ৫২ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪৫ জন, ২০২০ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৮ জন, ২০১৮ সালে ৩৮ জন ও ২০১৭ সালে ৩৯ জন শিক্ষার্থী

সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া এখানকার শিক্ষার্থীরা রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত