‘আগের কাঠামোতে নির্বাচন হলে আমাদের স্বপ্ন অধরাই থেকে যাবে’

রংপুর অফিস
প্রকাশ : ১১ জুন ২০২৫, ২২: ৪২

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন আয়োজন করতে হবে, যাতে করে ভোটের সংস্কৃতি ফিরে আসে। দেশে গণতন্ত্র যাতে সঠিকভাবে চলে, তার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। তবে আগের কাঠামোর মধ্য থেকে শুধু একটা নির্বাচন হলে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম, তা অধরাই থেকে যাবে। সেটা আমাদের হাতের কাছে এসেও ফসকে চলে যাবে।

বিজ্ঞাপন

বুধবার রংপুরের পীরগাছায় উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আখতারের সঙ্গে রংপুর মহানগর, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে এবং 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

এখন বাংলাদেশের ক্ষমতায় যে যাবে, তাকেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে উল্লেখ করে আখতার বলেন, যে দলই সরকারে যাক না কেন, তাদের জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। জনগণের কাছে সরকারকে তার প্রত্যেকটি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এটা বাস্তবায়ন না হলে ২৪-এর জুলাই অভ্যুত্থানের চেতনা বাধাগ্রস্ত হবে।

ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সবার আকাঙ্ক্ষা দাবি করে আখতার বলেন, 'এক ফ্যাসিবাদী হাসিনার উৎখাত হয়েছে। কিন্তু দেশ যেভাবে চললে কেউ কখনো হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠবে না, তেমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এই চাওয়া সবার।'

জাতীয় নাগরিক পার্টির সংস্কারের রূপরেখা বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা উল্লেখ করে আখতার বলেন, 'বাংলাদেশের জন্য জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সংস্কারের মৌলিক রূপরেখা উপস্থাপন করেছে। যদি মৌলিক সংস্কারের রূপরেখাকে বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে প্রত্যেকটা অফিস-আদালত জনগণের হয়ে যাবে। জনগণের সেবায় কাজ করবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত