পাটগ্রামে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২০: ৩২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পাটগ্রাম ইউনিয়নে ধান কাটতে গিয়ে সুলতান নামে একজন বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। শুক্রবার টেপুরগাড়ি এলাকায় ধান খেতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক সুলতান (৫০) কালিরহাট টেপুরগাড়ি এলাকার মৃত ভজে মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার টেপুরগাড়ি এলাকার আমির হোসেনের জমিতে অবৈধ বিদ্যুৎ এর সংযোগ লাইন ধান খেতে পড়ে ছিল। সেই ধান কাটতে গিয়ে সুলতান বিদ্যুৎস্পর্শ হয়ে চিৎকার করলে সাথে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এমন সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানা ওসি মো. মিজানুর রহমান বলেন, 'ধান কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।' ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত