আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাবান্ধা থেকে যুবকের পায়ে হেঁটে টেকনাফ যাত্রা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

বাংলাবান্ধা থেকে যুবকের পায়ে হেঁটে টেকনাফ যাত্রা

পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে টেকনাফের উদ্দেশে যাত্রা করল টাঙ্গাইলের টি এম খালিদ মাহমুদ প্রিজম নামের এক যুবক। সে পেশায় একজন ক্র‍্যাক ট্যাকার্স ট্যুর এন্ড ট্রাভেল কোম্পানির এডমিন (সিইও)।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলায় ঘুরে পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানা এবং তা ট্র্যাভেলদের মাঝে জানান এবং বিভিন্ন ক্র‍্যাক ট্যাকার্স থেকেই দেশের সকল ভ্রমণ স্থানে প্যাকেজ ট্যুর এর মাধ্যমে মানুষকে দেশ ঘুরে দেখান।

এমন উদ্যোগ মাথায় রেখে এই হাঁটার মাধ্যমে দেশের মানুষ,পথ, গল্প—সবকিছুকে নতুন করে তুলে ধরতে চাই।

সোমবার সকাল সাড়ে ৯ টায় তেঁতুলিয়া চৌরাস্তায়—ঐতিহাসিক তেঁতুলতলা থেকে যাত্রা শুরুকে টেকনাফের উদ্দেশ্যে। এসময় স্মৃতিচারণ করতে গিয়ে টি এম খালিদ মাহমুদ প্রিজম জানান আজ থেকে ২০ বছর আগে ২০০৬ সালে তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত থাকাবস্থায় আমার বাবা মৃত ফজলুল হক তালুকদার এই তেঁতুলতলা গোঁড়া বাঁধাই এবং বসার জায়গার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমি আজ এই ভিত্তি থেকেই যাত্রা শুরু করছি টেকনাফের উদ্দেশে। এটা আমার একটানা ক্রস কান্ট্রি ওয়াকিং জার্নি।”এটা কোনো রেকর্ড ভাঙার চেষ্টা না, কোনো প্রতিযোগিতাও না। এটা আমার নিজের সাথে,আর আমার দেশের মানুষের সাথে একটা দীর্ঘ হাঁটা।

সাধারণত আমরা দেখি—যারা ৬৪ জেলা বা ক্রস কান্ট্রি কাভার করি, তারা বেশিরভাগই টেকনাফ থেকে যাত্রা শুরু করে। আমি সেই জায়গাটা থেকেই উল্টো পথে হাঁটছি—বাংলাদেশের উত্তর প্রান্ত বাংলাবান্ধা থেকে। এটা আমার কাছে পারিবারিক ও আবেগী সংযোগ এই জায়গাটা আমার কাছে শিকড়ের সাথে যুক্ত। আমি সবার দোয়া চাই। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তির হোক এই কাম এটাই আমার প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...