অতিরিক্ত দামে সার বিক্রি, ৫ সার ডিলারকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৯: ৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকার নির্ধারিত মূল‍্যের চেয়ে বেশী দামে সার বিক্রি করার দায়ে ৫ সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

বুধবার দুপুরে উপজেলা সদরের ৫ সার ডিলারের ব‍্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

এসময় মেসার্স ঝনারধন চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহা কে ৩০ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডার্স কে ৩০ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স কে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, সার ব‍্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা লঙ্ঘন করার অপরাধে ওই ৫ সার ডিলারকে জরিমানা করা হয়েছে এবং প্রত‍্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন‍্য নির্দেশ দেওয়া হয়েছে। অন‍্যথায় আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত