বরগুনা জেলা জামায়াতের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহসান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল।
মঙ্গলবার সকালে বরগুনা সরকারি কলেজে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ওই ঘটনার পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । তার দলীয় সদস্যপদও (রুকন) স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সব ধরনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

