আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

ময়মনসিংহ অফিস

তারেক রহমানের জনসভা ঘিরে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আজ মঙ্গলবার বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এ জনসভায় দুপুরে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই সকাল থেকে সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

বিজ্ঞাপন

সকাল ৯টার দিকে সভাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝখানে স্থাপন করা হয়েছে বড় এলইডি স্ক্রিন এবং দুপাশে লাগানো হয়েছে ব্যানার। মঞ্চের বাঁ পাশের ব্যানারে লেখা রয়েছে— ‘আই হ্যাভ আ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’।

বিএনপি সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে তারেক রহমান এই মঞ্চে উপস্থিত হয়ে জনসভায় ভাষণ দেবেন।

জনসভাস্থলের চারপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সভামঞ্চ ও আশপাশের এলাকা পর্যবেক্ষণে সিএসএফসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে বসানো হয়েছে অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

জনসভায় যোগ দিতে গতকাল রাত থেকেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে সভাস্থলে আসতে শুরু করেন। নগরীর বিভিন্ন প্রবেশপথ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে বিএনপির কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধিসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর এই নির্বাচনি জনসভা উপলক্ষে আবারও ময়মনসিংহে আসছেন তিনি। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। পুরো নগরজুড়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছে।

জামালপুরের থেকে আসা বিএনপি কর্মী শাহাব উদ্দিন (৭২) বলেন, আমরা ৪০-৫০ জন মিলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে করে সকালে সভাস্থলে এসেছি। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে অনেক আগেই চলে এসেছি। এখন শুধু তার অপেক্ষা।

ঈশ্বরগঞ্জের মান্নান (৪৫) সকালেই সভাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ‘আমি সক্রিয় রাজনীতি করি না। তবে তারেক রহমানের বক্তব্য শুনতে এবং তাকে দেখতে নিজ আগ্রহেই এখানে এসেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...