কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৭
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৪

নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, মাদ্রাসা ও কলেজসমূহে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

উপজেলার মাগুড়া দর্জিপাড়া, মাগুড়া মাস্টারপাড়া বালিকা, পুটিমারী সাতপাই, পশ্চিম দলিরাম, পারেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর কতৃপক্ষ পুরস্কার তুলে দেন।

এদিকে মাধ্যমিক পর্যায়ের পানিয়ালপুকুর স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসহ বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে উপজেলা প্রশাসন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও দুপুরে মডেল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত