আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও-৩ আসনে অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে যান জামায়াত প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-০৩ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সাংসদ জাহিদুর রহমানকে দেখতে যান জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাষ্টার।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর ঢাকা থেকে পীরগঞ্জের বাসায় পৌঁছালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান জাহিদের স্বাস্থ্যের খোঁজ নিতে ছুটে যান তার বাসায়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার। পীরগঞ্জ জামায়াতের আমির বাবুল আহাম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম,জেলা যুববিভাগ সভাপতি শাহজালাল জুয়েল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান।

এদিকে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এমন সৌহার্দ্য পূর্ণ আলোচনা প্রসঙ্গে জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারী রজব আলী বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকতেই পারে। এমন সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক দেশজুড়ে দেশের প্রতিটি আসনে। তবেই দেশে মারামারি হানাহানি বন্ধ হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ হার্ট অ্যাটাক হলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় । অবস্থার উন্নতি না হলে সেখান থেকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় এভেরকেয়ার হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ ১৬ দিন চিকিৎসা শেষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসায় আসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জামায়াতের নেতা কর্মীরাও তাকে দেখতে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন