বুড়িমারী সীমান্তে ৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২: ৪৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বামনদল সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের কাছ দিয়ে বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা এই ৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়। এলাকাবাসী অচেনা লোকজন দেখতে পেয়ে আটক করে বিজিবি ও পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন মৃত ইমান আলী বিশ্বাসের পুত্র মো. মোশারফ হোসেন (৫০), এবং মোশারফ হোসেনের পুত্র মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) ও মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০) মোহাম্মদ রাব্বির স্ত্রী বর্ষা (২২)ও রাব্বির শিশু সন্তান জয়া (৩বছর)। এরা সকলেই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিল।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পুশ ইন” এর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের থানায় নিয়ে আসে। তাদের ঠিকানা যাচাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত