সৈয়দপুরে বাউস্টের প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ উদযাপন

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৪৬

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট)-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পিঠা উৎসব, স্বেচ্ছায় রক্তদান, বাউস্টের

মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স এবং ফটোগ্রাফিক্স আই ক্লাব ও ক্যাড সোসাইটির কার্যক্রমের ওপর প্রদর্শনী, স্প্রোকিং, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ডার এবং সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা, সাবেক ভিসি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, কোষাধ্যক্ষ লে. কর্নেল শামীম রেজা।

আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, সিদ্দিকুল আলম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত