বাদশাহ ওসমানী, রংপুর
দিনাজপুরের নবাবগঞ্জের মোসলেম উদ্দিনের পেশা ছিল কৃষি কাজ। নিজ জমিতে নানা ফসল ফলিয়েই স্বপ্ন বুনতেন তিনি। হঠাৎ তার ইচ্ছে হয় গতানুগতিক চাষে পরিবর্তন আনবেন। যেমন ভাবনা, তেমন কর্ম; তৈরি করলেন নার্সারি। সেখানে বিভিন্ন জাতের ফলের চারা উৎপাদন করেন। এরপর তিনি শখ করেন চারাগুলো নিজেই রোপণের, তৈরি করলেন আল্লার দান নামে বাগান। এতে তিনি চমকে দিলেন পুরো এলাকার মানুষকে। এখন তার বাগান দেখতেই প্রতিদিন উপজেলার বিনানগর ইউনিয়নের তাহেরপুর বাজারের গ্রামে ভিড় করেন বহু মানুষ।
জানা গেছে, ২৫ একর জায়গা নিয়ে তৈরি করা বাগানে মোসলেম শুধু আমই চাষ করছেন ২১ জাতের। এগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়। এর বাইরে রয়েছে মাল্টা, ভিয়েতনামি আপেল ও কমলা, চীনা কমলা, সৌদি আরবের আজওয়া খেজুর, ভুটানের রামবুটান ও পাসিমন, সিঙ্গাপুরি তেঁতুল ও স্ট্রবেরি, ভিয়েতনামী নটকো, ইরানি কাঁঠাল, কাশ্মীরি আপেলসহ বারো মাসি আম, কাঁঠাল, আপেল, কলা এবং নানা প্রকার দেশি প্রজাতির ফলের গাছ। এর মধ্যে অন্যতম ১০ কেজি ওজনের ব্রুনাই দেশের বোনাই কেক জাতের আম।
বাগানে দেখা যায়, প্রায় একশ’ প্রজাতির বিদেশি ফলের মধ্যে বোনাই কেক সবচেয়ে বেশি আকর্ষণীয়, কারণ এগুলো ওজনে ১০ কেজি পর্যন্ত হয়। অন্য আমগুলোর মধ্যে আছে চেক প্রজাতন্ত্রের চাকা পাতা, চীনের চেংমাই, ইন্দোনেশিয়ার ব্ল্যাক স্টার, মালয়েশিয়ার নাইট স্টার, থাইল্যান্ডের কুটি মন, ব্রাজিলের ব্যাগম্যান, নেপালের ব্যানানা ম্যাংগো, ইউরোপের সূর্য ডিম, ভিয়েতনামের কিস্তি মাই, ফ্রান্সের আলফানসো, ইংল্যান্ডের গোল্ডেন ম্যাংগো ও জাপানের সূর্য ডিম।
চাষি মোসলেম বলেন, নিজ বাগানের ১০ কেজি ওজনের বোনাই কেক আম তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উপহার দিতে চান। এ কারণে এই আমগুলোকে বিশেষ যত্নে বড় করছেন। ফলগুলো সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছেন।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে আম ও ফলপ্রেমিরা কৃষক মোসলেমের বাগানের আসেন বিদেশি নানা জাতের আম ও ফল এবং গাছ দেখতে। অনেকে উন্নত জাতের চারা সংগ্রহও করছেন। আবার কেউ কেউ তার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নিজে বাগান করার পরিকল্পনার কথাও জানাচ্ছেন।
বাগান দেখে বিমোহিত দর্শনার্থী মেহেদি হাসান, রাকিবুল ও আরজিনা বেগম। তারা বলেন, ‘দূর থেকে নজর কাড়ছে আমসহ বিভিন্ন জাতের ফল। দৃষ্টি যতদূর যায় ততদূরে অনাবিল এক সৌন্দর্যের মামায় আটকে যায় চোখ। আর বাগানের ভেতরে গেলেই দেখা যায় হাড়িভাঙ্গাসহ বিভিন্ন দেশি জাতের ফলের পাশাপাশি শোভা পাচ্ছে বিদেশি জাতের ফল। শুধু আমই রয়েছে একশত প্রকারের। সঙ্গে আপেল, মাল্টা, আনারস, পেয়ারা, আঙুর এবং বিভিন্ন জাতের ফুল। বাদ যায়নি মরুর ফল খেঁজুর। আমরা লোভ সামলাতে না পেরে বেশকিছু আমসহ কয়েকটি চারাও কিনেছি।’
আম চাষি কৃষক মোসলেম উদ্দিন আমার দেশকে জানান, বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে বিদেশি ফলের চারা সংগ্রহ করেন। এছাড়া গ্রামের যারা বিদেশে থাকে তাদের মাধ্যমে বিভিন্ন ফল ও ফলের আঁটি সংগ্রহ করতেন। এভাবেই তিনি গড়ে তুলেছেন বিদেশি ফলের সমাহার। এর মধ্যে তার বাগানের ১০ কেজি ওজনের ব্রুনাই দেশের বোনাই কেক আম আগস্টের শেষের দিকে পরিপক্ব হয়ে পাকা শুরু করবে। ইতোমধ্যে চার-পাঁচ কেজি করে হয়েছে একেকটি আম।
তিনি বলেন, ‘আমার বাগানে ফলের গাছই নয়, রয়েছে বিভিন্ন জাতের পশু। এখানে আমি ভেড়া ও দুম্মা লালন পালন করছি। উট পালনের প্রস্তুতি চলছে। বাগানটির বয়স মাত্র তিন বছর। এ বছর আশা করছি, খরচ বাদে ৩০ লাখ টাকা আয় হবে। তবে ফলগুলো বিদেশে রপ্তানি করতে পারলে লাভ বেশি হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম আমার দেশকে বলেন, রংপুর অঞ্চলে দেশি ফলের পাশাপাশি অনেক কৃষক বিদেশি নানা জাতের আমসহ বিভিন্ন ফলের বাগান করছেন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিয়ে সহায়তা করছেন।
দিনাজপুরের নবাবগঞ্জের মোসলেম উদ্দিনের পেশা ছিল কৃষি কাজ। নিজ জমিতে নানা ফসল ফলিয়েই স্বপ্ন বুনতেন তিনি। হঠাৎ তার ইচ্ছে হয় গতানুগতিক চাষে পরিবর্তন আনবেন। যেমন ভাবনা, তেমন কর্ম; তৈরি করলেন নার্সারি। সেখানে বিভিন্ন জাতের ফলের চারা উৎপাদন করেন। এরপর তিনি শখ করেন চারাগুলো নিজেই রোপণের, তৈরি করলেন আল্লার দান নামে বাগান। এতে তিনি চমকে দিলেন পুরো এলাকার মানুষকে। এখন তার বাগান দেখতেই প্রতিদিন উপজেলার বিনানগর ইউনিয়নের তাহেরপুর বাজারের গ্রামে ভিড় করেন বহু মানুষ।
জানা গেছে, ২৫ একর জায়গা নিয়ে তৈরি করা বাগানে মোসলেম শুধু আমই চাষ করছেন ২১ জাতের। এগুলো বিভিন্ন দেশ থেকে আনা হয়। এর বাইরে রয়েছে মাল্টা, ভিয়েতনামি আপেল ও কমলা, চীনা কমলা, সৌদি আরবের আজওয়া খেজুর, ভুটানের রামবুটান ও পাসিমন, সিঙ্গাপুরি তেঁতুল ও স্ট্রবেরি, ভিয়েতনামী নটকো, ইরানি কাঁঠাল, কাশ্মীরি আপেলসহ বারো মাসি আম, কাঁঠাল, আপেল, কলা এবং নানা প্রকার দেশি প্রজাতির ফলের গাছ। এর মধ্যে অন্যতম ১০ কেজি ওজনের ব্রুনাই দেশের বোনাই কেক জাতের আম।
বাগানে দেখা যায়, প্রায় একশ’ প্রজাতির বিদেশি ফলের মধ্যে বোনাই কেক সবচেয়ে বেশি আকর্ষণীয়, কারণ এগুলো ওজনে ১০ কেজি পর্যন্ত হয়। অন্য আমগুলোর মধ্যে আছে চেক প্রজাতন্ত্রের চাকা পাতা, চীনের চেংমাই, ইন্দোনেশিয়ার ব্ল্যাক স্টার, মালয়েশিয়ার নাইট স্টার, থাইল্যান্ডের কুটি মন, ব্রাজিলের ব্যাগম্যান, নেপালের ব্যানানা ম্যাংগো, ইউরোপের সূর্য ডিম, ভিয়েতনামের কিস্তি মাই, ফ্রান্সের আলফানসো, ইংল্যান্ডের গোল্ডেন ম্যাংগো ও জাপানের সূর্য ডিম।
চাষি মোসলেম বলেন, নিজ বাগানের ১০ কেজি ওজনের বোনাই কেক আম তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উপহার দিতে চান। এ কারণে এই আমগুলোকে বিশেষ যত্নে বড় করছেন। ফলগুলো সুতির কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছেন।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে আম ও ফলপ্রেমিরা কৃষক মোসলেমের বাগানের আসেন বিদেশি নানা জাতের আম ও ফল এবং গাছ দেখতে। অনেকে উন্নত জাতের চারা সংগ্রহও করছেন। আবার কেউ কেউ তার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে নিজে বাগান করার পরিকল্পনার কথাও জানাচ্ছেন।
বাগান দেখে বিমোহিত দর্শনার্থী মেহেদি হাসান, রাকিবুল ও আরজিনা বেগম। তারা বলেন, ‘দূর থেকে নজর কাড়ছে আমসহ বিভিন্ন জাতের ফল। দৃষ্টি যতদূর যায় ততদূরে অনাবিল এক সৌন্দর্যের মামায় আটকে যায় চোখ। আর বাগানের ভেতরে গেলেই দেখা যায় হাড়িভাঙ্গাসহ বিভিন্ন দেশি জাতের ফলের পাশাপাশি শোভা পাচ্ছে বিদেশি জাতের ফল। শুধু আমই রয়েছে একশত প্রকারের। সঙ্গে আপেল, মাল্টা, আনারস, পেয়ারা, আঙুর এবং বিভিন্ন জাতের ফুল। বাদ যায়নি মরুর ফল খেঁজুর। আমরা লোভ সামলাতে না পেরে বেশকিছু আমসহ কয়েকটি চারাও কিনেছি।’
আম চাষি কৃষক মোসলেম উদ্দিন আমার দেশকে জানান, বিভিন্ন নার্সারি ঘুরে ঘুরে বিদেশি ফলের চারা সংগ্রহ করেন। এছাড়া গ্রামের যারা বিদেশে থাকে তাদের মাধ্যমে বিভিন্ন ফল ও ফলের আঁটি সংগ্রহ করতেন। এভাবেই তিনি গড়ে তুলেছেন বিদেশি ফলের সমাহার। এর মধ্যে তার বাগানের ১০ কেজি ওজনের ব্রুনাই দেশের বোনাই কেক আম আগস্টের শেষের দিকে পরিপক্ব হয়ে পাকা শুরু করবে। ইতোমধ্যে চার-পাঁচ কেজি করে হয়েছে একেকটি আম।
তিনি বলেন, ‘আমার বাগানে ফলের গাছই নয়, রয়েছে বিভিন্ন জাতের পশু। এখানে আমি ভেড়া ও দুম্মা লালন পালন করছি। উট পালনের প্রস্তুতি চলছে। বাগানটির বয়স মাত্র তিন বছর। এ বছর আশা করছি, খরচ বাদে ৩০ লাখ টাকা আয় হবে। তবে ফলগুলো বিদেশে রপ্তানি করতে পারলে লাভ বেশি হতো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম আমার দেশকে বলেন, রংপুর অঞ্চলে দেশি ফলের পাশাপাশি অনেক কৃষক বিদেশি নানা জাতের আমসহ বিভিন্ন ফলের বাগান করছেন। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিয়ে সহায়তা করছেন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৯ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৫ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
৪৩ মিনিট আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে