আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

বড় ধরনের সংকট না হলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। কুড়িগ্রাম শহরস্থ তার নিজ বাড়িতে পৌঁছেন রিজভী।

বিজ্ঞাপন

পরে দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সর্দারপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিলে অংশ নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী বলেন, ‘এ মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তিই আমাদের কাছে মুখ্য বিষয়। তিনি অনেক কিছু ত্যাগ করে, অনেক নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্যই এদেশে থেকেছেন। কোনো পরিস্থিতি তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, ‘তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যখন তিনি মনে করবেন যে তার আসার সময় হয়েছে, তখনই আসবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...