বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৯: ০৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফেলানী হত্যার সীমান্তে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে দু’বাংলাদেশি যুবক।

আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাষ্টার গ্রামের মন্‌জু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই ইউনিয়নের কদমতলা ভেল্লীরতল গ্রামের জাকির হোসেনের ছেলে আতিক হোসেন (২৬)।

বিজ্ঞাপন

সীমান্তের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই দু’যুবকসহ আরো কয়েকজন সীমান্তে স্বর্ণের বার ভারতে পাচার করার জন্য ফেলানী হত্যার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর সাব পিলার ৩ এস ও ৪ এস এর মাঝ দিয়ে যায়। এ সময় রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় কুচবিহার জেলার দিনহাটা থানার ঝিকরী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা যুবকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে অন্য যুবকরা প্রাণভয়ে প্রায় সোনারবার ফেলে পালিয়ে আসে।

এ সময় যুবক সাদ্দাম হোসেন ও আতিক হোসেন বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হয়। এলাকাবাসী পরে আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের মাধ্যমে গোপনে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এখানেও আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে দায়িত্বরত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অনন্তপুর বিওপি কমান্ডার দুলাল হোসেন আমার দেশকে জানান, রাতে সীমান্তে গুলির শব্দ শুনে সীমান্তের সোর্স সূত্রে জানতে পাই দু’বাংলাদেশিকে গুলি করার ঘটনা।

তিনি আরো বলেন, রোববার সকালে আমরা আহত দু’যুবকের খোঁজে বাড়িতে যাই। কিন্তু তাদের বাড়িতে পাওয়া যায়নি। আহত যুবকরা আত্মগোপনে রয়েছে। আমরা বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে অবগত করেছি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত