জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে মাছ সরবরাহ করছি। এবারও তাদের ধর্মীয় উৎসবের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপের কারণে নয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, গত বছর ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। তবে এবার অনুমোদন দেয়া হয়েছে মাত্র এক হাজার ২০০ টন।
গত বছরের তুলনায় এ বছর দেশে ইলিশের আহরণ কম হওয়ায় বাজারে দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে গত মৌসুমের তুলনায় ৩৭ শতাংশ এবং আগস্ট মাসে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে।
ফরিদা আখতার বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার জনকল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের কাছেও মাছ রপ্তানির বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।’
কৃষি খাতের মতো মৎস্য খাতে প্রণোদনা নেই উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে।’
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশে মাছ সরবরাহ করছি। এবারও তাদের ধর্মীয় উৎসবের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে, কোনো চাপের কারণে নয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো জানান, গত বছর ৩ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছিল। তবে এবার অনুমোদন দেয়া হয়েছে মাত্র এক হাজার ২০০ টন।
গত বছরের তুলনায় এ বছর দেশে ইলিশের আহরণ কম হওয়ায় বাজারে দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই মাসে গত মৌসুমের তুলনায় ৩৭ শতাংশ এবং আগস্ট মাসে ৪৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে।
ফরিদা আখতার বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার জনকল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীদের কাছেও মাছ রপ্তানির বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।’
কৃষি খাতের মতো মৎস্য খাতে প্রণোদনা নেই উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘এ বিষয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে।’
মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩৫ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৪২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে