হাসপাতালে কেমন আছেন মুফতি মুহিব্বুল্লাহ মাদানী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৬: ২৯

নিখোঁজের একদিন পর পঞ্চগড় থেকে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে। এরআগে গতকাল বুধবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।

বিজ্ঞাপন

মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান আমার ছোট ভাইকে ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।

টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা এবং পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকির চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, সদর উপজেলার হেলিবোর্ড বাজার এলার স্থানীয়রা সকালে ৯৯৯ এ জানালে পুলিশ তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

মুফতি মুহিব্বুল্লাহ মাদানী বলেন, গতকাল ভোরে ফজরের নামাজের পর হাটা হাটি করার সময় কযেকজন মানুষ এসে তার মুখ চেপে ধরে একটি এ্যাম্বুলেন্সে তোলে পরে আমি আর কিছু বলতে পারি না, আজ সকালে আমার হুস ফিরে এলে আমি দেখতে পারি আমাকে পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পঞ্চগড়ের সিভিল সার্জন মো. মিজানুর রহমান হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ নেন। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ।

দ্রুতই এই ঘটনা উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে দুপরে পঞ্চগড় জেলা শহরে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদের ডাক দিয়েছেন দলের সহ-সভাপতি কারী আব্দুল্লাহ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত