বেরোবিতে ছাত্র সংসদের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

প্রতিনিধি, বেরোবি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৬: ০৮

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

প্ল্যাকার্ড হাতে অনশনরত শিক্ষার্থীরা লিখেছেন— ‘জুলাইয়ে অর্জিত স্বাধীনতা, ছাত্র সংসদ পেলে পাবে পূর্ণতা’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে’, ‘ছাত্র সংসদ আমাদের অধিকার’।

এর আগে গত ১২ আগস্ট শিক্ষার্থীরা প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর ঘোষণা না আসায় তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, গঠনতন্ত্র ছাড়া ছাত্র সংসদের রোডম্যাপ দেওয়া রাষ্ট্রবিরোধী অপরাধ। যেহেতু গেজেট অনুমোদন নেই, তাই সরাসরি রোডম্যাপ দেওয়া সম্ভব নয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত