কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশী: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা বাংলাদেশী। কেউ সংখ্যালঘু নয় কেউ সংখ্যা গুরু নয়। শেষে তিনি উপজেলার ৬৯টি মন্দির কমিটির মাঝে উপহার বিতরণ করেন।

বিজ্ঞাপন

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নবাবগন্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কী। সভাপরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত