বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আমরা যদি নির্বাচিত হতে পারি, তবে শাসক নয়—জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করবো।
মঙ্গলবার বিকেলে রংপুরের বদরগঞ্জ সদরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত যুব র্যালি শেষে তিনি এ কথা বলেন।
যুব র্যালিটি সাহাপুর মাঠ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সড়কে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক যুবকর্মী অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হয়নি। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যাবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতিবাজদের বর্জন করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে।
জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা জনগণকে শাসন ও শোষণ করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের পরও জনগণ প্রকৃত মুক্তি পায়নি। ১৯৯১ সালে জামায়াতে ইসলামী ১৮টি আসন অর্জনের পর থেকেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। ২০০১ সালের নির্বাচনে জনগণের সমর্থন থাকলেও ২০০৮ সালে দেশ আবার ভুল পথে পরিচালিত হয় বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের ৩৬ জুলাইয়ের গণবিপ্লবের কথা উল্লেখ করে এটিএম আজহার বলেন, ওই বিপ্লব না হলে আজকের এই রাজনৈতিক বক্তব্যের সুযোগও থাকত না। তাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায় এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বই দেশ পরিচালনার যোগ্য। এ জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

