কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।তিনি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের একটি দল বঙ্গ সোনাহাট ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
তিনি দীর্ঘদিন বঙ্গ সোনাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

