আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবা ফরম পূরণের টাকা দিতে না পারায় কলেজছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

বাবা ফরম পূরণের টাকা দিতে না পারায় কলেজছাত্রীর আত্মহত্যা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঋতু দেব শর্মা (২৩)। তিনি বাজনিয়া গ্রামের তারাপদ দেব শর্মার মেয়ে ও দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু কলেজে ফরম পূরণের জন্য বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় অভিমান করে নিজ শয়নকক্ষে ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্তক্ষেপের আলামত পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন