রংপুরের কাউনিয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসানের সাথে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভায় ভিন্নচিত্র লক্ষ করা গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার বিষয়ে আলোচনা চলমান থাকলেও সভায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে সভার পেছনের সারিতে বসতে দেখা যায় এবং পরিচয় পর্বের কয়েক মিনিটের মধ্যেই তিনি সভা ত্যাগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে মতভেদ দেখা দিয়েছে।
উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতাকালে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের দাবি, এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের সুযোগ তৈরি হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

